• জাতীয়

    সুপ্রিম কোর্ট বার নির্বাচন ৬-৭ মার্চ

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫৮:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ০৬ ও ০৭ মার্চ অনুষ্ঠিত হবে।

    রোববার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।




    নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।




    কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content