• মহানগর

    ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: : নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা।

    গ্রেপ্তাররা হলো, ফয়সাল আহমেদ রবিন (২০), মো. ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মো. হোসেন (২০) ও মো. ওসমান গনি রনি (২৫)।




    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা মেরিনার্স রোডের জেলে পাড়ার দক্ষিণ পার্শ্বে সুইস গেইট এলাকা থেকে ফয়সাল আহমেদ রবিন, মো. ফরহাদ আহমেদ আকাশ ও এলড্রিক পোপ এ্যালেন গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩টি টিপ ছোরা উদ্ধার করা হয়।এছাড়াও অজ্ঞাত ৭ থেকে ৮ জন আসামি পালিয়ে যায়।




    তিনি আরও জানান, পরে তাদের তথ্যমতে মো.হোসেন ও মো.ওসমান গনি রনিকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নেভাল এলাকা, ফিসারীঘাট মাছ বাজার এলাকা, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার, রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, স্টেশন রোড এলাকার পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে তারা প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content