প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ১১:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ
মো: শহিদুল ইসলাম শহীদ: উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি দুপুরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা,সহকারী কমিশনার ভূমি (থানচি)সেটু কুমার বড়ুয়া, ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, মহিলা ভাইস চেয়ারম্যান নূমৈ প্রূ মারমা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইমদাদুল হক, ফায়ার সার্ভিস স্টেশন থানচি প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, থানচি থানা প্রতিনিধি ।
সভায় উপজেলা গরু চোরের উপদ্রব বেড়ে যাওয়া, নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে কে বা কারা ভাংচুর করে, টুরিষ্টদের নিরাপত্তার স্বার্থে বিকেল ৪টার পরে রেমাক্রিতে ভ্রমণ না করা বিষয়, বাংলাদেশ সীমান্ত রেমাক্রি ইউনিয়নে গোলাগুলির শব্দ শুনা যাচ্ছে তাই নিরাপত্তা বাহিনী ও জনপ্রতিনিধিদের সতর্কতা বিষয়ে আলোচনা হয়।
এতে বিজিবি,থানা প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকদবৃন্দ উপস্থিত ছিলেন।