• জাতীয়

    মঙ্গলবার সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৪ , ১১:১১:২৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামী ৩০ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।




    শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।




    এদিন সারা দেশে সব মহানগর, জেলা-উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করা হবে।