• বিনোদন

    আমি শুরু থেকেই চাইতাম শাকিব ব্যবসা করুক : অপু

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ১১:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: ব্যবসায় নাম লিখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন তিনি। যেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আছেন তারই প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস।

    ব্যবসায়িক জগতে শাকিবের পদার্পণের পরই তাকে শুভকামনা জানিয়েছেন অপু। সেইসঙ্গে এই নায়িকা জানান, তিনি সবসময় চাইতেন শাকিব খান ব্যবসা করুক।




    অপু বিশ্বাস বলেন, ‘আমার মাথায় সারাক্ষণ ব্যবসার চিন্তাভাবনা ঘুরতে থাকে। কারণ মানুষ ব্যবসায়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। সেই চিন্তা থেকেই যমুনা ফিউচার পার্কে শাকিবের একটি রেস্তোরাঁ চালু করা হয়। যেহেতু আমি শাকিব দু’জনেই খুব ব্যস্ত থাকি, তাই একটা সময়ে সেই রেস্তোরাঁটি ভাড়া দিয়ে দেই।’

    এরপর অপু বলেন, ‘ব্যবসায় শাকিবের যুক্ত হওয়ার খবরটি আনন্দের। আমি মনে করি, আমার এবং জয়ের পাশাপাশি শাকিবিয়ান যারা আছেন তাদের জন্যও এটি খুশির খবর। আমি শুরু থেকেই চাইতাম, শাকিব বিজনেস করুক। ব্যবসা করার জন্য তাকে অনুপ্রাণিত করতাম। এখন সে ‘হারল্যান’ গ্রুপের পরিচালক। আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা। আমি তাকে নিয়ে গর্বিত।’




    নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিবকে নিয়ে কোনো সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে কি না— এমন প্রশ্নে এই নায়িকা বলেন, ‘শাকিব খান এত বড় অভিনেতা, তাকে নিয়ে সিনেমা তৈরি করার মতো সামর্থ্য আমার নেই। তবে হ্যাঁ, যদি আমাদের পুত্র আব্রাম খান জয় চায় তাহলে হয়তো সম্ভব।’

    এর আগে গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। সে সময় নায়িকা বলেন, ‘আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশি। ও জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’




    এই খবরে ব্যবসায়ী অপুকে সে সময় শুভকামনা জানান শাকিব। তবে ভক্তরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারল্যান’ কোম্পানির পরিচালক আসলে আর কেউ নন, শাকিব খান নিজেই। গত শনিবার বিষয়টি পরিষ্কার হয় ভক্তসহ সবার কাছে।

    এদিন রিমার্ক ও হারল্যানের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন স্বয়ং শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা যখন খুশিতে ভাসছে, ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশি আরও বাড়িয়ে দিয়ে শাকিব জানান, এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

    শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘শুভেচ্ছাদূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গত এক বছর ধরে রিমার্ক ও হারল্যানের বিভিন্ন স্টোর উদ্বোধন করছে অপু। চলতি বছর রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানা নিয়েছে সে।’

    0Shares

    আরও খবর 20

    Sponsered content