প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ১১:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: সাঙ্গুতে অভিযান চালিয়ে ১১টি জাল জব্দ করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার বৈলতলী খোদার হাট ব্রিজ থেকে শুরু করে দোহাজারী ব্রিজ পর্যন্ত সাঙ্গু নদীতে এ অভিযান পরিচলনা করা হয়।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৩টি কারেন্ট জাল, ৫টি ভাসান জাল, ২টি ঘেরাজাল, একটি ডুবো জাল জব্দ করা হয়।
জালগুলো দোহাজারী ব্রিজের নিচে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, সাঙ্গুতে অভিযান চালিয়ে ১১টি জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।