• দক্ষিণ চট্টগ্রাম

    বাঁশখালীতে বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিব

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১১:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বাশঁখালী প্রতিনিধি: বাঁশখালী আসন (চট্টগ্রাম-১৬) বিপুল ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান।

    তিনি এই আসন থেকে ৫৭ হাজার ৪৯৯ হাজার পেয়ে নির্বাচিত হয়েছেন।




    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক) পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।

    এ ছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (মোমবাতি) ১ হাজার ১২৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৫০৩ ভোট।

    মোট কেন্দ্র সংখ্যা ১১৪টি। এ আসনে ৩৬ হাজার ৯৬৮ ভোট বাতিল করা হয়।




    রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০ টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    এর আগে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content