• মহানগর

    চন্দনাইশে নৌকার নজরুল জয়ী

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১১:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম-১৪) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম।

    তিনি এই আসন থেকে ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।




    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জাব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট।

    রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।




    লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ পেয়েছেন ১৬২ ভোট। চেয়ার প্রতীকের প্রার্থী মো. আবুল হোছাইন পেয়েছেন ১২১ ভোট। ফুলের মালা প্রতীকের প্রার্থী মো. আলী ফারুকী পেয়েছেন ৯৪ ভোট। একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আয়ুব পেয়েছেন ১৯৬ ভোট। টেলিভিশন প্রতীকের প্রার্থী মো. গোলাম ইসহাক খান পেয়েছেন ৬১৩ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মু. আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০০ টি।




    এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন। হিজড়া ভোটার রয়েছেন মাত্র ১ জন। মোট প্রার্থী ছিলেন ৮ জন। এখানে মোট ভোট গ্রহণ হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭০ টি। বাতিল হয়েছে ২ হাজার ৮৪৪ টি ভোট। শতকরা ভোট পড়েছে ৪০ দশমিক ৬৮ টি।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content