• জাতীয়

    রাজধানীতে ফের চলন্ত ট্রেনে আগুন

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১১:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে জামালপুর অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিনকক্ষে আগুন ধরে।

    বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নিভিয়ে ফেলে।এরপর ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়।




    বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ আগুন ধরে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

    তবে এটি কোনো নাশকতা নয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।




    এ বিষয়ে রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। ধোঁয়ায় আস্তে আস্তে ওই চটের বস্তা হিট হয়ে আগুন লেগে যায়।




    বোতলের পানি দিয়ে আগুন নেভানো হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ ফেরদাউস আহ‌ম্মেদ বিশ্বাস।

    তিনি বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ারকার রুমে সাইলেন্সার পাইপের ওপরে চটের অংশবিশেষ থেকে ধোঁয়া নির্গত হয়েছিল। পরে বোতলের পানি দিয়ে সেটা নির্বাপন করা হয়।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content