• বিনোদন

    ১৭ দিনে ৫০০ কোটির ঘরে অ্যানিম্যাল

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: অ্যানিম্যাল নিয়ে দর্শকদের উন্মাদনা কিন্তু এখনও কমছে না। বিশেষ করে, যেভাবে ছবি দৌড়ে দৌড়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল, তা দেখে বোঝা দায়, এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে এত বিতর্ক হয়েছে।




    ছবি জুড়ো হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে আপত্তিকর দৃশ্যও রয়েছে রণবীরের।




    তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়াও রয়েছে সানি দেওলের গদর-২ ও রণবীর কাপুরের অ্যানিম্যাল।




    রোববার রণবীর কাপুরের ছবির সংগ্রহ ১৫ কোটি। আর ভারতের বাজারে অ্যানিম্যালের মোট আয় ১৭ দিনে ৫১২.৯৪ কোটি। অর্থাৎ প্রায় ছুঁইছুঁই পাঠান আর গদর ২-কে।

    সূত্র : হিন্দুস্থান টাইমস

    0Shares

    আরও খবর 20

    Sponsered content