• মহানগর

    বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:৪০:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র  ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে। ১৬ ই ডিসেম্বর দিনের কর্মসূচির শুরুতে সকাল দশটায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু’র নেতৃত্বে র‍্যালী করে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।




    এরপর সকাল সাড়ে দশটায় আলোচনা সভা আয়োজন করা হয়। বি টি ভি চট্টগ্রাম কেন্দ্রের  জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু’র সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের বিএলএফ এর চট্টগ্রাম অঞ্চলের অন্যতম  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা:  মাহফুজুর রহমান।

    অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন  একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন, প্রোগ্রাম কন্ট্রোলার রোমানা শারমিন,  মুখ্য চিত্রগ্রাহক নিয়ন্ত্রক পান্থ রেজা, বিজ্ঞাপন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হিসাব সহকারী মাকসুদুল আলম প্রমুখ।




    অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শওকত ইকবাল চৌধুরী।

    আলোচনায় অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা:  মাহফুজুর রহমান বলেন, বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য যে লড়াই সংগ্রাম ছিল তার চূড়ান্ত রূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা।

    তিনি বলেন,  আমরা মুক্তিযোদ্ধারা বাংলার জনগণকে সাথে নিয়ে এ দেশ স্বাধীন করেছি, বিজয়ের এই দিনে আমি সবার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাই।  একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, বাংলা ও বাঙালির অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করবার জন্য আমাদের সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে,  স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।




    সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত, দু লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতাকে আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্মগুলো সততার সহিত সম্পাদন করতে হবে। তিনি বলেন, আমরা যদি সবাই নিজ কর্মে উদ্দোমি ও সৎ থাকি তাহলে আমাদের দেশ হবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মত একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সবশেষে উপস্থিত সবাইকে বিজয়ের শুভেচ্ছা  জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content