• দক্ষিণ চট্টগ্রাম

    চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:৪২:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত গ্যাস রিপিলিং এর গোডাউনে অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেন।




    রবিবার ১৭ই ডিসেম্বর সকাল ১১ টার সময় উপজেলার বাগিচাহাট শিপনের গ্যাস গোডাউনে এই অভিযান চালানো হয়।

    জানা যায়, ঘটনার দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট ডিপল্লোমেসি চাকমা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগিচাহাট শিপনের গ্যাস গোডাউনে অভিযান পরিচালনা করেন।




    এই সময় গ্যাস রিপিলিং এর সরঞ্জামাদী, সিলিন্ডার ক্যাপ ৩০০, রেগুলোটার ২১ টি, কম্প্রেসার মেশিন ২টি, গ্যাস সিলিন্ডার ৮৩৫টি জব্দ করে গোডাউনে সিলগালা করে দেওয়া হয়। এই সময়, নিবার্হী ম্যাজিষ্ট্রেট ডিপল্লোমেসি চাকমা গ্যাসের বোতলে গ্যাস কম দিয়ে গ্যাসের পরিবর্তে হাওয়া ডুকিয়ে পরিমাপ ঠিক রাখার দায়ে অবৈধ কর্মকান্ড চালানোর জন্য দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেন।




    এ জরিমান ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ধারায় করা হয়। উপজেলা ভুমি অফিসের রিগ্যান, বরুন, আনসার বাহিনীর সদস্য এবং পুলিশ উপস্থিত ছিলেন। এই ব্যাপারে, নিবার্হী ম্যাজিষ্ট্রেট ডিপল্লোমেসি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ ও প্রতারণামূলক ব্যবসার পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content