• মহানগর

    মহিউদ্দিন চৌধুরী গণমুখী রাজনীতি করেছেন

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৫:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।




    এসময় মেয়র রেজাউল বলেন, ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতেও জনতার ঢল প্রমাণ করে মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু জনগণকে নিয়ে, জনগণের স্বার্থে, গণমুখী রাজনীতি করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সফল ছিলেন, রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন, মেয়র হিসেবে সফল ছিলেন।




    রাজনীতি যেসব তরুণদের ধ্যান-জ্ঞ্যান তাদের উচিত মহিউদ্দিন চৌধুরীর সংগ্রামী পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া।




    এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, গাজী মো. শফিউল আজিমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content