প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ১১:১৯:১৭ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদ : ৯ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার থানচি টু বলিপাড়া রোডের বিদ্যামনি পাড়া নামক স্থানে মাহিন্দ্রা গাড়ি (তিন চাকা) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর ও ড্রাইভার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে এলাকাবাসী উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে, এই রির্পোট লেখার আগ পর্যন্ত আহতদের পরিচয় ১ঃ যোগ্যরাম ত্রিপুরা,পিতাঃ গুতিরাম ত্রিপুরা,ঠিকানাঃ বিদ্যামনি পাড়া ৬নং ওয়ার্ড ৪নং বলিপাড়া ইউনিয়ন থানচি ২।অজাওহা ত্রিপুরা পিতাঃ দনসিংহা ত্রিপুরা, ঠিকানাঃ বিদ্যামনি পাড়া ৬নং ওয়ার্ড ৪নং বলিপাড়া ইউনিয়ন থানচি।
৩। ক্যমং ত্রিপুরা, ড্রাইভার, পিতাঃ জিগরায় ত্রিপুরা,ঠিকানাঃ বিদ্যামনি পাড়া, ৬নং ওয়ার্ড, ৪নং বলিপাড়া ইউনিয়ন, থানচি।
এই বিষয়ে জানতে চাইলে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহরাব হোসেন প্রতিনিধিকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে রেফার করা হয়েছে।