প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ১১:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের মুসলিমপুর ৯ নং ওয়ার্ডের ১৬ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় চেষ্টায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে মেয়ের মা আনোয়ারা বেগম (৪৮) কে বিশ হাজার জরিমানা করা হয়েছে।
আজ ৪ ডিসেম্বর সোমবার বিকেলে স্থানীয় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,টি,এম,কামরুল ইসলাম জনসাধারণের উপস্থিতিতে এ জরিমানা প্রদান করা হয়।
জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের মা ও মেয়ে বয়স ১৮ বছরের কম হওয়ার কথা কথা স্বীকার করেন। আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে তাকে এ জরিমানা প্রদান করে মুচলেখা নেয় হয়। তিনি এ মর্মে মুচলেকা প্রদান করেন যে, মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না।
এ সময় ভূজপুর থানা পুলিশের সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি, ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।