• জাতীয়

    যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস। এক হাজার ১০ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার থেকে ঢাকায় আসে এটি।

    যদিও ৩০ মিনিট বিলম্বে ঢাকায় পৌঁছায় ট্রেনটি। ট্রেনটির ঢাকায় রাত ৯টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ৯ টা ৪০ মিনিটে পৌঁছায়।
    শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আবারও কক্সবাজারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার কথা রয়েছে।




    এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

    ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি:

    শুরুতে কক্সবাজার থেকে ৮১৩ নম্বর ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৪টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।




    অন্যদিকে, ৮১৪ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের ২ অথবা ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫৩ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে রাত ১০টা ৫৮ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টায় ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

    ট্রেনের ভাড়া

    ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) দুই হাজার ৩৮০ টাকা। অপরদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content