• মহানগর

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুলকে শোকজ

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।





    শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এ নোটিশ দেন।

    একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবরের সূত্র উল্লেখ করে জারি করা নোটিশে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।




    এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী।

    এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি; স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content