• উত্তর চট্টগ্রাম

    স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন আবু তৈয়ব

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ১১:২১:৪৭ প্রিন্ট সংস্করণ

    নুূরুল আবছার নূরী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯-চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।




    আজ (২৯ নভেম্বর) বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন৷ গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব জয়লাভ করেছিলেন৷

    এদিকে, আবু তৈয়ব উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এ খবর ফটিকছড়িজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।




    উল্লেখ্য, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তবে, এ আসনের সংসদ সদস্য তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী৷ জোটগত কারণে নজিবুল বশর মাইজভান্ডারী নৌকা ছেড়ে দিতে হতে পারে সনিকে।

    আরও খবর 27

    Sponsered content