• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৯:১৭:৫২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে চাল্লিশা ফাতিহার প্রোগ্রামে গিয়ে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও ওয়াজিহা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।




    শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরা গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

    নিহত দুই শিশুর মধ্যে তাবাসসুম ওই এলাকার মৃত আজম খানের মেয়ে এবং তার বান্ধবী ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে।

    বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক আলী বলেন, তাবাসসুমের পিতা চল্লিশ দিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।




    আজ চাল্লিশা ফাতিহার আয়োজন ছিল বাড়িতে। পরিবারের আত্মীয়-স্বজনরা এসেছিলেন সেখানে। দুপুরে বাড়ির লোকজন তাবাসসুম ও ওয়াজিহাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনরা। সেখান উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহ বাড়িতে নিয়ে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content