• জাতীয়

    নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের সাক্ষাৎ

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ১১:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে ৯ ইসলামি দলের ১৪ নেতার একটি প্রতিনিধিদল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।




    প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।




    জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তারা। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা।




    বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তারা। পরে নেতাদের প্রতিনিধিদলটি শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content