প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ৯:২৬:২৯ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: উপজেলার বন্যা দুর্গত এলাকায় ২নং তিন্দু ইউনিয়নে বাজার প্রাঙ্গণে বন্যা মোবাইল হেলথ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২০ নভেম্বর দিনব্যাপী বান্দরবান স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যাবস্থাপনায়,জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর সহযোগিতায়,গ্রীন হিলের বাস্তবায়নে অনুষ্ঠিত মোবাইল হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মাহাবুব রহমান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ। এতে শিশু, কিশোর,গর্ভবতী মায়েদের, বৃদ্ধাদের বিভিন্ন শারীরিক বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
এতে থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা অনুপম,সহ-সভাপতি মো: শহীদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উদয় শংকর দেওয়ানসহ গ্রীন হীলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।