প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৯:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: চট্টগ্রাম জেলাপরিষদ কর্তৃক ফটিকছড়ি উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান সড়কের জন্য বরাদ্দ ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাফুর রহমান গোলাফের সভাপতিত্বে উপজেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা হল মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পিয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি,জেলা পরিষদের সদস্য আকতার উদ্দিন পারভেজ মাহমুদ, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, এডঃছালামত উল্লাহ চৌধুরী শাহীন, লক্ষিপুর রামগতি উপজেলা প্রকৌশলী মোঃ সাফুল ইসলাম, শারমিন আকতার চৌধুরী, সৈয়দা রিফাত আকতার মিশু,শারমিন নুপুর।
আব্দুল কায়ুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু, চেয়ারম্যান জানে আলম,চেয়ারম্যান আবুজাফর মাহমুদ, চেয়ারম্যান শাহজান চৌধুরী শিপন,চেয়ারম্যান ইকবাল চৌধুরী, চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপ্ন, চেয়ারম্যান শোয়াইব আল ছালেহী,চেয়ারম্যান শফিউল আজম,চেয়ারম্যান হারুনুর রশীদ, চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ, চেয়ারম্যান ফারুকুল আজম,চেয়ারম্যান জিযা উদ্দিন জিয়া চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন,চেয়ারম্যান অহিদুল আলম, বিভিন্ন ইউনিয়নের মেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখা আহবান জানান। তিনি আরো বলেন মাতা-পিতাকে নিজ সন্তানদের প্রতি নজর রাখতে বলেন যাতে ছেলে-মেয়ের ভাল ভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ বাভে কাজ করতে হবে।