• দক্ষিণ চট্টগ্রাম

    চন্দনাইশে এইচ.এস.সি (বি.এম.টি)’র ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ৮:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে এইচ.এস.সি (বি.এম.টি)’র ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার ৮ নভেম্বর উপজেলার দোহাজারী পৌরসভাস্থ’ জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ হলে এ উপলক্ষে কলেজের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।




    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম।

    প্রধান অতিথি ছিলেন নাহার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।




    প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সঠিক সময় ছাত্র জীবন। কারণ ছাত্র জীবনে শিক্ষার্থীদের কোন দুশচিন্তা, অভাব-অভিযোগ কিছুই থাকেনা। অভিভাবক নিজেই শিক্ষার্থীদের ভরণ-পোষণ চালিয়ে থাকেন। শিক্ষার্থীগণ এ সময়ে যে জ্ঞান অর্জন করবেন কর্মজীবনে তা সুফল বয়ে আনবে। যে যত বেশি জ্ঞানে গুনিয়ান হবে তত বেশি জীবনে প্রতিষ্ঠিত হবে। পরে তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সফলতা ও মঙ্গল কামনা করেন।




    প্রভাষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণযশা চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সদস্য আনিসুর রহমান, প্রধান বক্তা নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী, সহকারী অধ্যাপক মহরম আলী, প্রভাষক জাবেদ ইকবাল, ইঞ্জিয়িনার লিখন কান্তি দাশ, মোহাম্মদ আক্তার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য শহিদুল ইসলাম খান, সদস্য আক্তার হোসেন, কবি জাহাঙ্গীর আলম, বিদায়ী ছাত্রী তাশনিয়া করিম রিতু প্রমুখ।




    আরও খবর 28

    Sponsered content