• মহানগর

    বিএনপির ১৪ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ১১:১০:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) আকবরশাহ থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।




    আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর জানান, সকাল নয়টার দিকে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। সেখান থেকে সন্দেহভাজন ১৪ জনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেইটের কাছে পাকা রাস্তার ওপর থেকে ৭ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




    মহানগর বিএনপির দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী বলেন, আমাদের শান্তিপূর্ণ অবরোধ চলছে। পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের আটক করছে। তাদের নিঃশর্ত মুক্তি চাই। ককটেল উদ্ধার নামে বিস্ফোরণ আইনে মামলা দেওয়ার জন্য নাটক সাজানো হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content