• উত্তর চট্টগ্রাম

    জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলামের সাথে দূর্গামাতৃমন্দির ও নবগ্রহ মন্দির কমিটির সৌজন্য স্বাক্ষাৎ

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১০:৩৩:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের পরিচালনাধীন প্রতিষ্ঠান দূর্গামাতৃমন্দির ও নবগ্রহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ২৯ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন। এসময় পুষ্পস্তবক ও ক্রেষ্ট সম্মাননা প্রদান করেন।




    এসময় উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ ও পুজা পরিষদ-২০২৩ এর সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, আশ্রম কমিটির সভাপতি টিটু চৌধুরী, পুজা কমিটির ধর্ম সম্পাদক পন্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য, পুজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিৎ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দে প্রমূখ।




    অসম্প্রদায়িক চেতনায় এই দেশে সবসময় ভাতৃত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে সবাই একই ছাদের নিচে সম্মিলিত বসবাস করার প্রয়াস ব্যক্ত করেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content