• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি সূর্যগিরী আশ্রমে চিকিৎসা সেবা

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ১০:৫০:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা পাইন্দং সূর্যগিরী আশ্রমে শারদীয় দূর্গাৎসব উপলক্ষে বিনামূল্য চিকিৎসা সেবা লায়ন গাজী মোঃ আবু জাফরের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন সাবেক লায়ন জেলা গর্ভনর লায়ন শামসুদ্দিন আহমদ সিদ্দীকী পি,এস,জে,এফ,বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারম্যান লায়ন এম, জানে আলম,রিজিয়ন চেয়ারম্যান লায়ন হুমায়ূন কবির রিজিয়ন চেয়ারম্যান লায়ন এম,খোরশেদ আলম।




    লায়ন জেলার কেবিনেটর ডিষ্ট্রিক্ট সেক্রেটারি লায়ন বরুন কুমার আচার্য বলায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লায়ন টিপু সুলতান চৌধুরী, লায়ন উমা শন্কর চৌধুরী, লায়ন কাজী মাহবুবুল আলম,লায়ন নাজিম উদ্দিন, লায়ন নজরুল ইসলাম, লায়ন জসিম উদ্দিন, লায়ন অরুণ কুমার আচার্য,কুমার রতন আচার্য, সুশীল আচার্য, বিজন শীল,শিবু ভট্টাচার্য সজিব শীল,টিটু চৌধুরী, ওছমান গণি,মহি উদ্দিন, ওমর ফারুক চৌধুরী, রণধীর শীল অর্চনা আচার্য,লায়ন ডাঃ নারায়ণ চন্দ্র নাথ,ডাঃনিয়াজ মাহমুদ শিকদারসহ অন্যান্য চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।




    প্রধান অতিথি বলেন পৃথিবীতে সৃষ্টি সেবার চেয়ে আর কোন মহৎ সেবা নেই, তার উৎকৃষ্ট প্রমাণ আজকের এই চিকিৎসা সেবা।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content