• বিনোদন

    কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য নায়িকা আঁচলের

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ১১:১৭:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আঁচল আঁখি।

    বৈবাহিক সুত্রে কুমিল্লার পুত্রবধূ তিনি। বিয়ে করেছেন কুমিল্লার ছেলে গায়ক সৈয়দ অমিকে। সেই সূত্র ধরেই এই নায়িকাকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে?




    উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে আঁচল বলেন, “কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে।” এরপর এই নায়িকা বলেন, ‘‘কেন এমনটা বলা হয় সেটা তো জানিনা। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়, এর জবাবে যদি বলি ‘ইতর’ তাহলেই বুঝে যায়। এরপর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা’’। আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা- যোগ করেন আঁচল।

    তবে সেদিক থেকে কুমিল্লার ছেলে হিসেবে নিজের স্বামীর প্রশংসাও করেন এই নায়িকা। আঁচল বলেন, ‘আমার স্বামী অন্য জগতের মানুষ। সে খুব চুপচাপ, শান্ত। সবসময় মিউজিক নিয়ে থাকতেই পছন্দ করেন।’




    এদিকে নায়িকার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওই ভিডিওর কমেন্টবক্সে কুমিল্লার মানুষেরা নিজেদের জেলা নিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। সেইসঙ্গে পাবলিক প্লাটফর্মে একজন নায়িকা কোনো জেলা সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য রাখতে পারেন না বলেও তারা মনে করছেন।

    প্রসঙ্গত ২০২০ সালে ‘ও জান রে’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে অমির সঙ্গে পরিচয় হয় আঁচলের। এরপর থেকে প্রেম এবং কাজের সম্পর্ক গভীর হয়। সেখান থেকেই বিয়ের পিঁড়িতে বসে এই জুটি।

    উল্লেখ্য, আঁচলের সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি আলোচনায় আসেন ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে। তবে দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসিত হন ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয় করে। এরপর ডিপজলের বিপরীতে ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা যায় তাকে।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content