• উত্তর চট্টগ্রাম

    পাইন্দং ইউনিয়নের মহিলদের সাথে এমপি সনির উঠান বৈঠক

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৯:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা ৬নং পাইন্দং ইউনিয়নের সাবেক” বি ওয়ার্ড (৪,৫,৬) ওয়ার্ডের মহিলদের নিয়ে উঠান বৈঠক পাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিব উল্লাহ বাহার সাবুর সভাপতিত্বে পাইন্দং মৈত্রী সংঘের মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাতীয় সংসদের সংরক্ষীত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।




    উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আফতাব উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা মাঈনু উদ্দিন সাউকী, মেম্বর বাবু গৌতম সেবক বডূয়া,মেম্বর তাজুল ইসলাম, মেম্বার রফিক,সংরক্ষিত আসনের মেম্বার আলম নাহার,শারমিন নুপুর,জেলী,মুছা আজাদ,এ, বি,এম গোলাম নুর,বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তপন রাহা,প্রনাম বড়ূয়া,ডাঃ লায়ন বরুন আচার্য বলাই সুন্দরপুর ইউপি মেম্বর হাবিবুল্লাহ কামাল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু প্রমুখ।




    প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী সারাদেশব্যাপি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাতে শক্তিশালী করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।




    আরও খবর 27

    Sponsered content