প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ১০:২৯:২০ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: নগরের কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে ৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাঁচলাইশ,কাতালগঞ্জ, মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয়পাশে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় ।
অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভবনের পণ্য ফেলে রাস্তার ক্ষতিসাধন করার অপরাধে ২টি ভবন মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।