• মহানগর

    দেশের ৫৬ কিংবদন্তির ‘ডকুপেইন্ট’ উদ্বোধন

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১১:২০:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্রশিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে জামালখানে। এটিকে ঘিরে শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে।

    মঙ্গলবার (৩ অক্টোবর) এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।




    তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগরপরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি।

    সরকারি যেকোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে সৌন্দর্যবর্ধনে কাজে লাগানো হবে। আমি চাই পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।




    এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, ছাত্রলীগ নেতা জিএম তৌসিফ প্রমুখ।

    এ দিন কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড় রাস্তার পাশের পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, রোড ডিভাইডারসহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন মেয়র রেজাউল।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content