প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক: তারকাদের অংশগ্রহণে সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন তারকা আহত হয়েছেন। কিছু নির্মাতা ও অভিনয়শিল্পীকে দায়ী করে চিত্রনায়ক জয়, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেতা মনির খান শিমুল গণমাধ্যমে বক্তব্যও দিয়েছেন।
বিষয়গুলোকে মোটেও ভালোভাবে দেখছেন না অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজের ফেসবুকে একটি লেখা প্রকাশ করে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা রাজ রিপার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মৌসুমী।
এই অভিনেত্রীর স্ট্যাটাসে ছিল, ‘আজ সেমিফাইনাল ফাইনাল হওয়ার কথা ছিল। যে আয়োজনটা হতে পারত একটা অসাধারণ মিলনমেলা, সবার মধ্যে একতা-বন্ধন তৈরির জায়গা; সেখানে আজকে এত নোংরামি! বিগত দিনের মজার মজার খেলার ভিডিও আনন্দঘন মুহূর্তের ভিডিও ছাপিয়ে এখন অদ্ভুত বাজে এক পরিবেশের ভিডিও। এখানে প্রত্যেকে যার যার জায়গায় ভীষণ ব্যস্ত মানুষ। সবাই এই ক’দিন সব কাজ বাদ দিয়ে শুধু আনন্দ আয়োজনের অংশ হতেই এসেছিল। খুবই দুঃখজনক পুরো ব্যাপারটি। কতিপয় মানুষের অসহনশীলতা এবং অর্গানাইজারদের কিছু ভুলের কারণে এই অবস্থা। তবে এর দায় সবাইকে নিতে হবে। শিল্প সংস্কৃতির মানুষ হয়ে যে দৃষ্টান্ত দিল, তা খুবই লজ্জার। এ রকম বড় একটা আয়োজনের জন্যে আরও কঠোর হওয়া উচিত ছিল আয়োজকদের। তারা হয়ত ভাবেননি এমন হতে পারে। এখানেই ভুল। ভাবা উচিত ছিল। ছোট ছোট অনেক ক্ষোভ-অসন্তোষ থেকে কাল (২৯ সেপ্টেম্বর) এত বড় একটা অঘটন ঘটল।’
এরপর লেখা হয়েছে, ‘এখন যা ভিডিও দেখছি সেখানেও বাড়াবাড়ি। একজন ক্যামরায় মিডল ফিঙ্গার দেখিয়ে অনেককে দোষারোপ করছেন, তা বেশ বাড়াবাড়ি। হয়ত তার জায়গায় থেকে পরিস্থিতির তাড়নায় বেশি ইমোশনাল হয়ে তিনি বলছেন। তিনি চরকি ও কয়েকজন জনের নাম নিয়ে বাজে রকম কিছু অভিযোগ করছেন, যেখানে চরকি শুধু মাত্র টাইটেল স্পন্সর। আয়োজক কমিটিতে বা খেলার ভেতরে তাদের কোনো হাত নেই।’
স্ট্যাটাসে বেশ কিছু বিষয় নিয়ে মৌসুমী হামিদ আক্ষেপ প্রকাশ করলেও রাজ রিপার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি। কারণ গণমাধ্যমে দেওয়া বক্তব্য, হাতের আঙ্গুল উচিয়ে অশালীন ইঙ্গিত করে শরিফুল রাজসহ কয়েকজনের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে রিপাকে।
মৌসুমী হামিদের ওই পোস্টে আরও উল্লেখ ছিল, ‘জানি না, এখন কোন দিকে যাবে। তবে আশা করব সবাই সম্ভিত ফিরে পাবে। নিজেদের সম্মানের জায়গাটা বুঝে মানুষ না হাসিয়ে একটা সমাধানে আসবে। আর যদি পরে কখনও আর একই ধরনের আয়োজন হয়, বিনীত অনুরোধ করব দয়া করে আরও বড় স্ট্রং টিম নিয়ে আরও নিয়ম মেনে আরও বুঝে শুনে যেন করেন। তাহলে অবশ্যই এই আয়োজনটা মানুষের মন জয় করার মতোই হবে।’