প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. তারেক (১৮) নগরীর একটি ক্লিনিকে ২৮ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
নিহত তারেক উত্তর ফটিকছড়ির দাঁতমারা বাজারের ব্যবসায়ী আবু তাহেরের একমাত্র পুত্র। সে নারায়ণহাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
জানাযায়, বুধবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে কলেজ যাচ্ছিল সে। ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করে সে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী বলেন,ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।