• বিনোদন

    দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন জিৎ

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২০:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন ভারতের বাংলা সিনেমার সুপারস্টার জিৎ। মা হচ্ছেন তার স্ত্রী মোহনা মদনানী।

    পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজিকমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেতা নিজেই।




    বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে এই নায়ক লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।

    ২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তার একমাত্র মেয়ের নাম রাখেন নবন্যা। দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবন্যাকেও দেখা গেছে।




    বর্তমানে মেয়েকে নিয়ে সুখের সংসার জিৎ ও মোহনার। সংসারের পাশাপাশি কাজও চলছে চুটিয়ে। মুক্তির অপেক্ষায় আছে জিতের নতুন সিনেমা মানুষ। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম।

    আসছে ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। জিৎ ও মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তীরা।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content