• মহানগর

    ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১২:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা ২৩ সেপ্টেম্বর (শনিবার) নগরীর একটি হল রুমে অনুষ্ঠিত হয়।




    স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা.এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক ফখরুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আসাদ আদিল। আলোচনায় অংশ নেন ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ ইউসুফ, সাবেক চেয়ারম্যান গোলাম সাইফুদ্দিন মানিক, ডা: মুসলিম উদ্দিন সবুজ, এডভোকেট মন্জুর আহমদ আনসারী, মোহাম্মদ ওয়ারেছুজ্জামান চৌধুরী, ডাঃ মনিরুল আলম, ইন্জিনিয়ার এহসানুল হক চৌধুরী, ডা: মাহমুদুর রহমান, ডা: রেজাউল করিম, ওবাইদুর রহমান ফারুকী, এম এ হাশেম, ডা: সালাহ উদ্দিন এম এইচ চৌধুরী, মাহমুদুল আমিন খান, মনোয়ারা বেগম, আল নোমান ইউনুছ, ডা: নজরুল কাদের শিকদার ডা : আহমদ রহিম, ডা: নাছির উদ্দিন প্রমুখ।




    বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুলের পরিচালনা পরিষদ ও শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালন করার আহ্বান জানান।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content