• মহানগর

    দেড় কোটি টাকার স্বর্ণ রাইস কুকারের ভেতর

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের বাজার মূল্য দেড় কোটি টাকা।

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে এসব স্বর্ণ পাওয়া যায়।




    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ।

    তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের নির্দেশে চোরাচালানে জড়িত ব্যক্তি ও আটক স্বর্ণের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content