প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৮:১২ প্রিন্ট সংস্করণ
আহমদুল হক, রামু: ২১ সেপ্টেম্বর খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্ণা।
পরিদর্শনে প্রাক্কালে বিদ্যালয়ের সমস্যা গুলো চিহ্নিত করে তুলে ধরার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করলে প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গনী সমস্যাগুলো তুলে ধরেন।
এসবের মধ্যে তিনি তাৎক্ষনিক বেঞ্চ বরাদ্দ দেন এবং মাঠ ভরাটের বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া বিদ্যালয়ে চলমান উন্নয়নমূলক কাজ গুলো ঘুরে ঘুরে দেখেন।
এর পর প্রতিটি ক্লাসে যান। সপ্তম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে ক্লাস নেন। বিদ্যালয়ের সার্বিক কাজের সন্তুষ্টি প্রকাশ করেন এবং উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।