• মহানগর

    পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০৮:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের আকবরশাহে একটি পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত দত্ত (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লতিফপুর পাক্কার মাথা এলাকার একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।




    সুব্রত দত্ত একই এলাকার মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।জানা গেছে, গনেশ পূজা উপলক্ষে মণ্ডপে সাজসজ্জার কাজ চলছিল।

    দিবাগত রাত ১২টার দিকে সুব্রত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




    চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, আকবরশাহ এলাকার পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট সুব্রতকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content