• উত্তর চট্টগ্রাম

    আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সুন্দরপুরের মিসফার উদ্দীন

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০২:৪৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: সংযুক্ত আরব আমিরাতে এবার বিশেষায়িত গোল্ডেন ভিসা পেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান মিসফার উদ্দীন রুহী।

    আরব আমিরাতে ইন্টারমিডিয়েট লেভেলে ৯৮.২% মার্ক পেয়ে কৃতিত্ব লাভ করায় স্টুডেন্ড ক্যাটাগরিতে এ ভিসা প্রদান করা হয় তাকে। চট্টবাণীকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর বাবা করিম মোহাম্মদ। গত ১৫ সেপ্টেম্বর আমিরাতের আল আইন সরকার দশ বছর মেয়াদী এ ভিসা প্রদান করেন।




    ফটিকছড়ির সুনাম বয়ে আনা রুহী সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী ২ নং ওয়ার্ড কামালের বাড়ির করিম মোহাম্মদ এর বড় সন্তান।

    রুহী বর্তমানে জর্জিয়ার Tbilisi State Medical University তে মেডিকেল ছাত্র হিসেবে অধ্যয়নরত আছেন ।




    তাঁর গৌরবান্বিত এ অর্জনের প্রশংসায় মেতে উঠেছে আরব আমিরাতে অবস্থানরত ফটিকছড়ির প্রবাসী কমিউনিটি।

    উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে আমিরাতে ভ্রমণ করতে পারেন ধারীরা।




    আরও খবর 27

    Sponsered content