• অর্থনীতি

    চট্টগ্রাম চেম্বার পরিচালকের পদত্যাগ

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

    বুধবার (১৩ সেপ্টেম্বর) তিনি সিসিসিআই সভাপতি ওমর হাজ্জাজের কাছে পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগ পত্রে অনিবার্য কারণে তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।




    এ বিষয়ে জানতে চাইলে তানভীর বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।

    এর আগে তানভীর সিসিসিআইর পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।




    চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, সৈয়দ এম তানভীরের পদত্যাগপত্রটি জমা নেওয়া হলেও এটি কার্যকর বা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।




    0Shares

    আরও খবর 13

    Sponsered content