• মহানগর

    ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে কমিটি গঠন ও লিফলেট বিতরণ

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ১০:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ : গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম এর উদ্যোগে ২৬ আগষ্ট আন্দরকিল্লা মোড়ে ডেঙ্গু প্রতিরোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    দিলরুবা খানম ছুটির ও সিন্সন ভৌমিক এর সঞ্চলনায় শ্রমিক নেতা রাজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক লেখক ডা. মাহফুজুর রহমান।




    এতে বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা, শফি উদ্দিন, কবির আবিদ, মশিউর চৌধুরী, সিন্সন ভৌমিক, অরুন নাথ, শেখ গো. রাজু, হাসিনা আক্তার, কাজী রাজেস ইমরান,মো. জানে আলম, মোরশেদ,চৌধুরী জসিমুল হক, লিটন ব্যানার্জি, এম কাইছার উদ্দিন প্রমুখ।




    এতে বক্তারা বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার কোন বিকল্প নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে পাড়ায় মহল্লায় ও প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে কমিটি গঠন করুন। চট্টগ্রামে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিটি এলাকায় জন সচেতনতা বাড়ানো প্রত্যেক সুনাগরিকের কর্তব্য দ্বায়িত্ব এছাড়া বক্তারা অনতিবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালে বিনামুূল্যে পরিক্ষা ও চিকিৎসা চালু করার দাবি জানান।




    আরও খবর 25

    Sponsered content