• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ার জাঙ্গালিয়ায় তেলের ভাউচার-পিকআপের মুখোমুখি সংঘর্ষ

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১০:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি: : লোহাগাড়ায় তেলের ভাউচার ও মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।




    লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল আলম বলেন, সকাল পৌনে দশটার দিকে চুনতি এলাকায় কক্সবাজারমুখি পিকআপ ভ্যান ও বিপরীত দিকে আসা তেলের ভাউচারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content