• মহানগর

    একুশে আগস্টে হামলার অপরাধীদের দণ্ড কার্যকরের দাবি

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ১০:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানসহ সব অপরাধীর দণ্ড কার্যকরের দাবিতে সমাবেশ হয়েছে সিইপিজেডের বে শপিং চত্বরে।

    মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল চারটায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।




    বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মো. লোকমান ও জাহিদ হোসেন খোকনের পরিচালনায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহাবুবুল হক মিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের সহ সভাপতি হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা আবু তাহের, নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content