• মহানগর

    ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১১:৩৯:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদের সভাপতিত্বে ও মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় ১৮ আগস্ট (শুক্রবার) বিকেলে বহদ্দারহাটে মোড়ে অনুষ্ঠিত হয়।

    জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।




    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সামশুল আলম,৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, মোহাম্মদ সাইফুদ্দিন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আলী বেলাল শাহেদ, দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা এম এহাসান আলী, নিশাত হোসেন নিশু, খোরশেদ আলম, মোহাম্মদ ইরাদ, মোহাম্মদ আহাদ, মোহাম্মদ শুভ, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ শওকত নাঈম, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মিনার, আরিফুল ইসলাম ইমন, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ শওকত, মোহাম্মদ পারভেজ প্রমুখ।




    পরে দেশ-জাতি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content