• মহানগর

    প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তায় উদ্বুদ্ধ হয়ে অনেকে এগিয়ে এসেছেন: জেলা প্রশাসক

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৮:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেক ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন।

    রোববার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।




    তিনি বলেন, টানা বৃষ্টির সময় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসরত প্রায় দেড় হাজার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনে তাদের খাবার দেওয়া হয়েছে। জীবনের ঝুঁকি রোধে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসরতদের সরিয়ে যেতে মাইকিং করে সেখানকার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।




    চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, জেলা আনসার কমান্ড্যান্ট এএইচএম সাইফুল্লাহ হাবিব, সিএমপির এডিসি পঙ্কজ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), সজন কুমার তালুকদার (রাঙ্গুনিয়া), রেজাউল করিম (বোয়ালখালী), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), ফারুক চৌধুরী (কর্ণফুলী), চৌধুরী মো. গালিব (বাঁশখালী), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন (বোয়ালখালী), মাহফুজা জেরীন (মীরসরাই), শাহাদাত হোসেন (সীতাকুণ্ড), মো. আতিকুল মামুন (পটিয়া), আতাউল গণি ওসমানী (রাঙ্গুনিয়া), আবদুস সামাদ সিকদার (রাউজান), ইশতিয়াক ইমন (আনোয়ারা), মো. সাইদুজ্জামান (বাঁশখালী), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মো. মামুনুর রশিদ (কর্ণফুলী), হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক হুমায়ুন কবির খোন্দকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল আলম, মীরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content