• মহানগর

    চট্টগ্রামে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিটি মেয়র

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ১১:০৫:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আব্দুল আল মামুন :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।




    ১১ আগস্ট ২০২৩ বিকালে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ৩০০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সামশুল আলম প্রমুখ।




    এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। যার শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি। তাই তাদের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা চালালাম। এ ছাড়াও তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content