• কক্সবাজার

    চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১টি পিক-আপ আটক

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ৯:৪৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: কক্সবাজার জেলাধীন চকরিয়া থানার ফাঁসিয়াখালি ইউনিয়ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেন্ডিবাজার নামক স্থান থেকে ১৯৭০ পিস ইয়াবাসহ ১টি পিক-আপ আটক করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ।




    ৩১ জুলাই মঙ্গলবার গভীর রাতে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই দিদারুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেসার্স আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী পাকিং করা একটি পিক-আপে অভিযান করা হয়।




    চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পিক-আপে করে ইয়াবা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাকিং করা পিক-আপে অভিযান করে তল্লাশি চালিয়ে ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫,৯১,০০০ (পাঁচ লক্ষ একানব্বই হাজার) টাকা। আটককৃত পিক-আপের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়া চলছে।




    0Shares

    আরও খবর 30

    Sponsered content