• কক্সবাজার

    অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন ‘পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন’

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১১:১১:১৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়া বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে গড়ে উঠা মানবিক সংগঠন ‘পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিনিয়ত উক্ত গ্রামের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

    পহরচাঁদা গ্রামের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মানবিক সংগঠনটি ইতোমধ্যে একজন অনার্স পড়ুয়া ছাত্রকে ৬ লক্ষাধিক টাকা খরচ করে চিকিৎসা সহায়তাসহ বেশ কয়েকজনকে আর্থিক অনুদান দিয়ে প্রতিনিয়ত অসহায় গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এছাড়া গরিব অসহায় পরিবারের মেয়ের বিয়ে,শিক্ষা ও চিকিৎসাসহ যেকোনো মানবিক কাজে সহায়তা অব্যহত থাকবে বলে জানান, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব সাহাব উদ্দিন।




    ফাউন্ডেশনকে আরো গতিশীল করার জন্য আলহাজ্ব ওয়াহিদুল আলমকে প্রধান উপদেষ্টা, ইন্জিনিয়ার সাহাব উদ্দিনকে সভাপতি ও ম্যানেজার (ব্যাংক) মোঃ আবুল কালামকে সিনিয়র সহ-সভাপতি করে ৩১জন বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ২০২৩-২০২৫ গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি মৌং হামিদ হোসাইন, আব্দুল হান্নান চৌং ও শামীমুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,যুগ্ন-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হায়দার,সহ-সাধারণ সম্পাদক লায়ন ওসমান সরওয়ার, কোষাধ্যক্ষ মোঃ আবু সুফিয়ান,দপ্তর সম্পাদক মৌলানা জয়নুল আবেদীন,সহ-দপ্তর সম্পাদক মোস্তফা রাসেল, সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইমরান উদ্দিন রুবেল সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন বাদশা,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইমরান উদ্দিনসহ-প্রচার সম্পাদক রুবেল খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ,সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইউনুছ সিকদার, আইন বিষয়ক সম্পাদক এডঃ শাহজান মনির,কার্যকরী সদস্য, ইন্জিনিয়ার নাসির উদ্দিন কার্যকরী সদস্য মাসুদ আহমদ চৌং,কার্যকরী সদস্য ওসমান গনি,কার্যকরী সদস্য নেজাম উদ্দিন পাটোয়ারী,কার্যকরী সদস্য আবু সাজ্জাদ মোঃ নিশাদ ও কার্যকরী সদস্য ইকলুর রহমান উল্লিখিত পদে মনোনীত হয়েছেন।




    আরও খবর 30

    Sponsered content