• দক্ষিণ চট্টগ্রাম

    চুনতির অভয়ারণ্যে অবমুক্ত করা হলো ২৬ অজগর

      প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ১০:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে ১৬টি বাচ্চা ও ১০টি প্রাপ্ত বয়স্ক ইন্ডিয়ান রক পাইথন।

    বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে লোহাগাড়া উপজেলার চুনতির গহীন অভয়ারণ্যে এ সাপগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্লাহ।




    তিনি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ১৬টি বাচ্চা ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ১০টি প্রাপ্ত বয়স্ক ইন্ডিয়ান রক পাইথনকে চুনতির গহীন অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। প্রাকৃতির ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের নানামুখী কার্যক্রম চলমান রয়েছে।