• খেলাধুলা

    চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপে পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সজীব দাস

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১১:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা দাবা চ্যাম্পিয়ানশীপে ৭ম রাউন্ড শেষে পুর্ন ৭ পয়েন্ট পেয়ে সজীব দাশ এককভাবে শীর্ষে রছেন।

    গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে কনভেনশন হলে অনুষ্ঠিত ৭ম রাউন্ডে সজীব দাশ ফিদে মাষ্টার আব্দুল মালেককে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।




    সমান খেলায় ৬ পয়ে পয়েন্ট নিয়ে আব্দুল মালেক, আসিফ মাহমুদ ও রাব্বি সেলিম ২য় এবং সাড়ে ৫পয়েন্ট নিয়ে মোহাম্মদ এয়াকুব, মুজিবুর রহমান, সাইফুল আজম ও সৈয়দ শামসুল আলম ৩য় স্থানে রয়েছে।

    ৭ম রাউন্ডে খেলায় আসিফ নাসির হাসান কে,রাব্বি সেলিম রাফি ইসলাম কে,মোঃ এয়াকুব -বাবলু চাকমাকে, মুজিবুর রহমান তুষিন তালুকদারকে,সাইফুল আজম মোঃ ইউছুপ কে ও সৈয়দ শামসু জাহাঙ্গীর আলম কে পরাজিত করেন।




    আজ বিকাল ৩টায় ৮ম রাউন্ড এবং কাল বৃহস্পতিবার বিকেলে ৯ম রাউন্ড শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

    টুর্নামেন্টের শীর্ষ ৬জন দাবাড়ু আসন্ন জাতীয় দাবা বি চ্যাম্পিয়ানশীপে চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content