প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১১:০৩:৩৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: নাজিরহাট পৌরসভার উদ্দ্যেগে ১২ জুলাই বুধবার বেলা ১টা ৩০ মিনিটের সময় পৌরসভা কার্য্যালয়ে ডেঙ্গু চিকনগুনিয়া মোকাবেলায় জরুরী সভা প্যানেল মেয়র মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফিন আজিম।
প্যানেল মেয়র এস,এম, জয়নাল আবেদিন,কাউন্সিল মোঃ আমান উল্লাহ, কাউন্সিলর মোঃ ওছমান,কাউন্সিলর শাহজান, কাউন্সির মোঃ মোস্তাফা কামাল,কাউন্সির মাওলানা মোঃ এয়াকুব ,কাউন্সিলর মাওলানা মোঃ মনজু মিয়া, কাউন্সিলর সোলাইমান প্রমুখ।
বক্তারা বলেন, বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রাখি বাড়ি ঘরের আশে পাশে আর্বজনা ও হাড়িঁ ভাঙ্গা বা ডাবের খোসাও নালানর্দমায় জাতে পানি জামা না থাকে সে দিকে বিশেষ নজর দিতে হবে।